আইপিএলে খেলতে গিয়েই প্রথম আসের বেশ চমক সৃষ্টি করেছিল বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। কিন্তু এবারের আসরে কেমন যেন ছন্দ খুজে পাচ্ছেন না মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালের হয়ে এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছেন মোস্তাফিজ। কিন্তু দুুটি ম্যাচেই তার পারফরম্যান্স মোটও আশা ব্যঞ্জক নয়। বলতে গেলে হতাশই করেছে। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভার বল করে দিয়েছিলেন ৩৮ রান। শনিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর বিপক্ষে পরের ম্যাচে আরো হতশ্রী মোস্তাফিজের বোলিং। এবার চার ওভারের কোটাও পূরণ করতে পারেনি মোস্তাফিজ। তিন ওভারে দিয়েছেন ৪১ রান। যা আইপিএলের খরুচে বোলিং এর নমুনাও। ওভারপ্রতি ১৩ রানের বেশি খরচ করা মোস্তাফিজুর রহমানকে পুরো ৪ ওভার করাননি দিল্লি ক্যাপিট্যালস অধিনায়ক।
প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে দ্বিতীয় ওভারেই বল হাতে পেয়েছিলেন মোস্তাফিজ। কিন্তু হতাশ করেন সে ওভারে। দিয়েছিলেন ১৩ রান। যেখানে চারটি চার খেয়েছেন। তবে ১৩ ওভার পর ১৫ তম ওভারে বল করতে এসে দারুনভাবে ফিরেছিলেন মোস্তাফিজ। সে ওভারে মাত্র দুই রান দিয়েছিলেন। আর সে ভরসাতেই ১৭ তম ওভারটিও মোস্তাফিজকে দিয়ে করান দিল্লি অধিনায়ক ওয়ার্নার। সে ওভারটিও করেছেন ঠিকমত। দুটি চার হজম করলেও রোহিত শর্মাকে ফিরিয়ে ম্যাচ জয়ের কিনারায় নিয়ে গিয়েছিলেন মোস্তাফিজ তার দলকে। কিন্তু দলের খুব প্রয়োজন মুহুর্তে ১৯ তম ওভারটি করতে এসে করে ফেললেন সব সর্বনাশ। দুটি ছক্কা হজম করে দলের হারের দায় অনেকটাই নিজের কাধে নিয়ে ফেললেন মোস্তাফিজ। এবারের আইপিএলে প্রথমবারের মত কোন ম্যাচে জয়ের কাছাকছি গিয়েও ফিরেছেন মোস্তাফিজের হতাশাজনক বোলিং এর কারণে। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে আবার সুযোগ পেলেন মোস্তাফিজ। তবে এই ম্যাচে সবচাইতে বেশি হতাশ করেছেন কাটার মাস্টার। এই ম্যাচে ৩ ওভারেই খরচ করেছেন ৪১ রান।
নিজের করা দ্বিতীয় ওভারে দিয়েছেন ১৯ রান। আর ওভার প্রতি গড়ে দিয়েছেন ১৩ রনের বেশি। প্রথম ম্যাচ হিসেবে মুম্বাইয়ের বিপক্ষে খুব বেশি ভাল করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল তার। কিন্তু আরও বাজে বোলিং করে তিন ওভারে ৫ চার ও ২ ছক্কা হজম করেন তিনি। প্রথম ওভারের দুইটি ডেলিভারি ছাড়া একবারও ব্যাটসম্যানকে পরীক্ষায় ফেলতে পারেননি মোস্তাফিজ। সহজেই তার বল মোকাবিলা করেন ফাফ দু প্লেসিস, বিরাট কোহলি, শাহবাজ আহমেদরা। দ্বিতীয় ওভারেও তেমন কোন চাপ সৃষ্টি করতে পারেননি মোস্তাফিজ প্রতিপক্ষ ব্যাটারদের উপর। নিজের এই ওভারে দেন ১৯ রান। ১৯তম ওভারে ফের মোস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথম চারটি বলই করেন ফুল টস। প্রথম ও চতুর্থ বলে বাউন্ডারি মারেন শাহবাজ। বাকি চার বল থেকে আসে আরও ৪ রান। মোস্তাফিজের বোলিং শেষ হয় ৩ ওভারে ৪১ রান দিয়ে। টানা দুই ম্যাচে ব্যর্থ মোস্তাফিজ এখন পরের ম্যাচে খেলার সুযোগ পাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কার বারবার ব্যর্থ হওয়া একজন বোলারকে আর কত টানবে তার দল। তাই পরের ম্যাচে একাদশে থাকতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের এই পেসারকে।