ভারতে চলমান ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে করোনার থাবা বসেছে। এরই মধ্যে কয়েকজন ক্রিটারের পরিবার আক্রান্ত হওয়ায় তারা দল ছেড়েছেন। এবার সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সে হানা দিলো করোনা। দলের দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত। একই সঙ্গে স্থগিত করা হয়েছে গতকাল সোমবারের কলকাতা-বেঙ্গালুরুর ম্যাচ। এ তথ্য জানায় ইএসপিএন। এর আগে দলের অস্ট্রেলিয়ান খেলোয়াড় প্যাট কামিন্স করোনা আক্রান্ত বলে শোনা গেলেও দলের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। ইএসপিএন জানায়, স্পিনার বরুন চক্রবর্তী ও বোলার সন্দ্বীপ ওয়ারিয়ার করোনায় আক্রান্ত। আইপিএলে এটাই প্রথম করোনার হানা। এর আগে কোনো খেলোয়াড়ের করোনা পজিটিভ শোনা যায়নি। তবে রবিচন্দ্রন অশ্বিন পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় দল ছাড়েন। স্থগিত ম্যাচটি কবে হবে সেটা এখনো জানানো হয়নি।












