আইপিএলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রাবাদা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২০ at ৫:২৪ পূর্বাহ্ণ

মঙ্গলবার রাতে আইপিএলের চলতি আসরের প্রথম পরাজয়ের দেখা পেয়েছে দিল্লি ক্যাপিট্যালস। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে তারা হেরেছে ১৬ রানের ব্যবধানে। প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে ছিল তারা। তৃতীয় ম্যাচে হেরে যাওয়ায় নেমে গেছে দুই নম্বরে। তবে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে অনন্য এক রেকর্ড গড়েছেন দিল্লির দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। আইপিএলের ১৩ আসরের ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা ১০ ম্যাচে গড়েছেন ন্যুনতম উইকেট নেয়ার রেকর্ড। এই দশ ম্যাচে তার মোট শিকার ২৫ উইকেট। হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটিতে বল হাতে ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন রাবাদা। আর এতেই পূরণ হয়েছে টানা ১০ ম্যাচে ন্যুনতম ২ উইকেট নেয়ার রেকর্ড। এবারের আইপিএলে তিন ম্যাচে যথাক্রমে ২, ৩ ও ২ উইকেট নিয়েছেন রাবাদা। এর আগে ২০১৯ সালের আসরে খেলা সবশেষ ৭ ম্যাচের প্রতিটিতে ন্যুনতম দুইটি করে মোট ১৮ উইকেট শিকার করেছিলেন ২৫ বছর বয়সী এ পেসার। এর আগে টানা ৮ ম্যাচে কমপক্ষে ২ উইকেট করে নেয়ার রেকর্ড গড়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের শ্রীলংকান পেসার লাসিথ মালিঙ্গা। এবার সেই রেকর্ড নিজের করে নতুন মাইলফলক গড়লেন রাবাদা। শুধু টানা ১০ ম্যাচে দুই উইকেট নেয়াই নয়, আইপিএলে আরও দুইটি কীর্তি নিজের করে রেখেছেন রাবাদা। আইপিএল ইতিহাসের সেরা বোলিং গড় (১৬.) এবং সেরা স্ট্রাইক রেটও (১২.৬৮) রাবাদার। হায়দ্রাবাদের বিপক্ষে ২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপটাও নিজের মাথায় তুলেছেন রাবাদা।

পূর্ববর্তী নিবন্ধফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা
পরবর্তী নিবন্ধরশিদ খানের কণ্ঠে মায়ের কথা