এবারের আইপিএলের শুরু থেকেই ছিলেন বাংলাদেশ দলের দুই তারকা সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। কিকিন্তু করোনা মহামারির কারণে মাঝপথে স্থগিত হয়ে যায় এবারের আইপিএল। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের বাকি অংশ আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাতে। কিকিন্তু এই পর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের দুই খেলোয়াড় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের।
গত সোমবার এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের ব্যস্ততার কথা চিন্তা করে সাকিব এবং মোস্তাফিজকে ছাড়পত্র দেওয়া হবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যন্ড এবং ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। এজন্য আইপিএলের বাকি অংশে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব এবং রাজস্থান রয়্যালসের হয়ে মোস্তাফিজের খেলার এনওসি দিবে না বিসিবি। নাজমুল হাসান পাপন বলেন, আমাদের আন্তর্জাতিক ব্যস্ততার কারণে এই মুহূর্তে আইপিএলে খেলার ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। কারণ চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একাধিক আন্তর্জাতিক সিরিজ আছে।