আইপিএলের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

অনেক চড়াই উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত সফল সমাপ্তির পথে বিশ্বের সবচাইতে আলো ঝলমলে ফ্রাঞ্জাইজি ক্রিকেট আইপিএল। ভারতে অর্ধেক অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর করোনার কারণে বন্ধ। বাকি অংশ আয়োজন করতে হয় আরব আমিরাতে। যার সমাপ্তি ঘটবে আজ ফাইনালের মধ্য দিয়ে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজকের ফাইনালে মুখোমুখি হবে সর্বাধিক আটবার ফাইনাল খেলা এবং তিনবার শিরোপা জেতা চেন্নাই সুপার কিংস এবং দুইবার চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স। ২০১৯ সালেও ফাইনালে খেলেছিল চেন্নাই। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স সবশেষ ফাইনালে খেলেছিল ২০১৪ সালে। সাত বছর পর আবার তারা ফাইনালে। যদিও ২০১২ সালে এই চেন্নাইকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল কলকাতা। এবার আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি নাকি চতুর্থবারের মতো শিরোপা জিতবে চেন্নাই।
এবারের আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে চেন্নাই। প্রথম রাউন্ডের ১৪ ম্যাচের ১০টিতে জিতেছিল তারা। আর কলাকাতা জিতেছিল ৭টিতে। তাদের পরাজয়ও ছিল সমান ৭টি। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এলিমেনিটর পর্বে যাওয়া চেন্নাই ফাইনাল নিশ্চিত করে দিল্লী ক্যাপিটালকে পরাজিত করে। অপরদিকে কলকাতা প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে ফাইনালের আশা জিইয়ে রাখে। দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লী ক্যাপিটালকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় সাকিবরা। আজকের ফাইনালের আগে অবশ্য প্রথম পর্বে দু দলের লড়াইয়ে শতভাগ জয় চেন্নাইয়ের। ভারতে অনুষ্ঠিত প্রথম দেখায় চেন্নাই জিতেছিল ১৮ রানে। আর আরব আমিরাতে দ্বিতীয় দেখায়ও চেন্নায় জয় তুলে নেয়। এই ম্যাচটি ধোনির দল জিতেছিল ২ উইকেটে।
প্রথম পর্বে মাঝপথে পথ হারিয়ে ফেললেও একেবারে শেষের দিকে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কলাকাতা নাইট রাইডার্স। কোয়ালিফায়ারের দুটি ম্যাচসহ টানা চার ম্যাচে জিতে ফাইনালে এসেছে। তাই ফাইনালে অন্তত আর ছাড় দেবেনা শাহরুখ খানের দল সেটা নিশ্চিত করেই বলা যায়। যদিও খেলাটি ২০ ওভারের। তাই আগাম কোন অনুমান করা কঠিন। তবে যেভানে ছন্দে ফিরেছে কলকাতা তাতে নিশ্চয়ই আর পথ হারাতে চাইবেনা। অপরদিকে পুরো টুর্নামেন্টের সবচাইতে সফল দল চেন্নাই সুপার কিংস শুরুর মতো শেষটাও রাঙাতে প্রস্তুত। তিনবার ট্রফিটা নিজেদের ঘরে নিয়ে যাওয়া চেন্নাই আজ চতুর্থ শিরোপা জয়ের উল্লাসে মাততে চাইবে তাতে কোন সন্দেহ নেই।
সেই ২০১৪ সালে শেষবারের মতো শিরোপা জেতা কলকাতা নাইট রাইডার্স সাত বছর পর পাওয়া সুযোগটা হাতছাড়া করতে চাইবে কেন? তাই লড়াইটা হবে শেয়ানে শেয়ানে। আজ বাংলাদেশ সময় রাত ৮ টায় মাঠে গড়াবে ম্যাচটি। এখন দেখার অপেক্ষা শেষ হাসিটা কে হাসে? কলকাতা নাইট রাইডার্স নাকি চেন্নাই সুপার কিংস।

পূর্ববর্তী নিবন্ধসুপারিশপ্রাপ্ত ২৭৭ জনকে কারিগরিতে নিয়োগ
পরবর্তী নিবন্ধকাল থেকে চবি মেডিকেলে টিকা পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা