এবারও আইপিএলের ফাইনালে যাওয়া হলোনা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। ফাইনালে যাওয়ার লড়াইয়ে বিরাট কোহলির দল হেরে গেছে রাজস্থান রয়্যালসের কাছে।
আহমেদাবাদে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ব্যাঙ্গালুরুকে ৭ উইকেটে হারিয়েছে রাজস্থান। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন রজত পাতিদার।
মাত্র ৭ রান করেন বিরাট কোহলি। ডুপ্লেসিসের ব্যাট থেকে আসে ২৫ রান। ২৪ রান করেন মেক্সওয়েল। ১২ রান করেন শাহবাজ।
১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬১ রানে ফিরেন জসওয়াল। তিনি করেন ১৩ বলে ২১ রান। এরপর শুরু হয় জস বাটলার ঝড়। একপ্রান্ত আগলে রেখে ব্যাট হাতে ঝড় তুলে তুলে নেন সেঞ্চুরি।
মূলত তার ৬০ বলে ১০ টি চার এবং ৬ টি ছক্কার সাহায্যে অপরাজিত ১০৬ রানের সুবাধে ১১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে ফাইনালও নিশ্চিত করে রাজস্থান রয়্যালস।
আগামীকাল আহমেদাবাদে টুর্নামেন্টের ফাইনালে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস।