আইপিএলের প্লে অফের লড়াই আজ থেকে

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:৩১ পূর্বাহ্ণ

ক্রমশ শেষ হয়ে আসছে আইপিএলের উত্তেজনা। আর মাত্র চারটি ম্যাচ বাকি। এরপর পর্দা নামবে আইপিএলের। গত রোববার রাতেই চূড়ান্ত হয়ে গেছে আইপিএলের এবারের আসরের প্লে অফের লাইনআপ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিদায় করে শেষ চারের চতুর্থ দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্লেঅফে তুলে দিয়েছে গুজরাট টাইটান্স। রাউন্ড রবিন লিগ শেষে সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে হার্দিক পান্ডিয়ার দল গুজরাট। ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। লোকেশ রাহুলের ইনজুরির কারনে নেতৃত্ব পাওয়া ক্রুনাল পান্ডিয়া লখনৌ সুপার জায়ান্টসকে রেখেছেন তিন নম্বরে। তাদের পয়েন্টও ১৭। তবে রানরেটে এগিয়ে থাকায় চেন্নাই দুইয়ে আর লখনৌ তিনে। আর ১৬ পয়েন্ট নিয়ে শেষ দল হিসেবে প্লেঅফে নাম লিখিয়েছে রোহিত শর্মার মুম্বাই। অথচ শেষ ম্যাচে বিরাট কোহলিরা গুজরাটের বিপক্ষে জিতলে মুম্বাইয়ের বিদায় ঘন্ট বেজে যেতো। তখন বেঙ্গালুরু থাকতো প্লে অফে।

পয়েন্ট তালিকার সবার উপরের দু দল খেলবে কোয়ালিফায়ার ১এ। অর্থাৎ গুজরাট আর চেন্নাইয়ের মধ্যে হবে এই ম্যাচটি। আজ রাত আট টায় চেন্নাইতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এতে যে দল জিতবে তারা সরাসরি নাম লেখাবে ফাইনালে। পরাজিত দলেরও সুযোগ থাকবে। তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর। অর্থাৎ লখনৌ আর মুম্বাই মুখোমুখি হবে এই ম্যাচে। আগামীকাল এই শ্যাচটিও হবে চেন্নাইতে। এতে জয়ী দল চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে তাদের জন্য অপেক্ষা করবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল। দ্বিতীয় সেমিফাইনাল খ্যাত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। ওই ম্যাচে জয়ী দল নাম লেখাবে ফাইনালে। অর্থাৎ ফাইনাল হবে কোয়ালিফায়ার ১ এবং কোয়ালিফায়ার ২এর বিজয়ী দলের মধ্যে। আগামী ২৮ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের ফাইনাল।

পূর্ববর্তী নিবন্ধদিদারুল আলম ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত
পরবর্তী নিবন্ধইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট