আইপিএলের তিন মৌসুমের দিন তারিখ চূড়ান্ত করেছে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৩ নভেম্বর, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

অবশেষে ঘোষণা করা হলো আইপিএল ২০২৫ আসর শুরুর চূড়ান্ত দিন তারিখ। একই সঙ্গে পরের আরও দুই মৌসুমের সময়ও ঠিকঠাক করা হয়েছে। ২০২৫ আসর শুরু হবে আগামী ১৪ মার্চ। ফাইনাল ২৫ মে। ২০২৬ আসর হবে ওই বছরের ১৫ মার্চ থেকে ৩১ মের মধ্যে। ২০২৭ মৌসুম শুরু হবে ১৪ মার্চ। ৩০ মে ফাইনালের মাধ্যমে পর্দা নামবে। আগামী ২৪ ও ২৫ নভেম্বরের প্রথমবারের মতো সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় অনুষ্ঠিত হবে ২০২৫ আসরের মেগা নিলাম। সাধারণত তিন বছর পরপর মেগা নিলাম অনুষ্ঠিত হয়ে থাকে। গেল তিন আসরের মতো আগামী আসরেও মোট ৭৪ ম্যাচ খেলা হবে। যদিও ২০২৩২৭ চক্রের সমপ্রচারস্বত্ব বিক্রির সময় ৮৪ ম্যাচের কথা বলা হয়েছিল। নতুন স্বত্বের দরপত্র অনুযায়ী, প্রতি মৌসুমেই ম্যাচ সংখ্যার ভিন্নতা থাকার কথা ছিল। ২০২৩ ও ২০২৪ সালে ৭৪ ম্যাচ থাকলেও ২০২৫ ও ২০২৬ সালে হওয়ার কথা ছিল ৮৪ ম্যাচ। ২০২৭ সালে হওয়ার কথা সর্বোচ্চ ৯৪ ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করতে ৮টি উপ-কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধআগামী তিন আইপিএলের জন্য ১৩ ক্রিকেটারের নাম পাঠিয়েছে বিসিবি