আইপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি কিনে নিল দ. আফ্রিকা লিগের ছয় দলের মালিকানা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্বিতীয় আইপিএলে পরিণত হচ্ছে। সেখানকার ছয় দলেরই মালিকানা কিনে নিয়েছে ভারতীয় টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) বুধবার টি-টোয়েন্টি লিগের ফ্র্যাঞ্চাইজি মালিকানা ঘোষণা করে। আগামী জানুয়ারিতে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা।

দক্ষিণ আফ্রিকার লিগটির ছয় দলের মালিকানা পেতে ২৯ প্রতিষ্ঠান আগ্রহী ছিল। সব শর্ত পূরণ করে বাকিদের পেছনে ফেলে দেয় আইপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি। মুম্বাই ইন্ডিয়ান্স কেপ টাউন, ডারবান লক্ষ্ণৌ সুপার জায়ান্ট, সানরাইজার্স হায়দরাবাদ পোর্ট এলিবাজেথ, চেন্নাই সুপার কিংস জোহানেসবার্গ, রাজস্থান রয়্যালস পার্ল এবং দিল্লি ক্যাপিটালস প্রিটোরিয়া দল কিনেছে।

পূর্ববর্তী নিবন্ধজাফর পানাহিকে ৬ বছরের জন্য জেলে পাঠাল ইরান
পরবর্তী নিবন্ধসিপিটির ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ সম্পন্ন