চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ধর্ষণ, নারী নির্যাতন, চুরি-ডাকাতি ও ছিনতাই রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দৃঢ় ও নিরলস প্রচেষ্টায় আমরা কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। ঢাকার পরে চট্টগ্রামের স্থান। ঢাকা রাজধানী হলেও গুরুত্বের দিক থেকে বাংলাদেশের লাইফ লাইন চট্টগ্রাম। এ জেলার মানুষকে নিরাপদ রাখা, মাদক-সন্ত্রাস নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মাল্টিমিডয়ার মাধ্যমে গত ডিসেম্বর/২০ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র, সভার সিদ্ধান্ত ও অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম রশিদুল হক, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, হোসাইন আবু তৈয়ব, নুরুল আলম, স্বজন কুমার তালুকদার, মোতাহেরুল ইসলাম চৌধুরী, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা গোয়েন্দার উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন, পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, ইসমাইল হোসেন, দেবাশীষ পালিত, গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, কোস্টগার্ড প্রতিনিধি লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদ, বিজিবি প্রতিনিধি বাবুল শেখ, র্যাব প্রতিনিধি স্কোয়াড্রন লিডার জাবের, নেভী প্রতিনিধি এম.কামরুল ইসলাম, বিকাস চন্দ্র দাস, এস.এম জিয়াউল হায়দার হেনরী, মোহাম্মদ শহীদুল ইসলাম, ফারহানা লাভলী, মাধবী বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।