আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

মহালয়ার অনুষ্ঠানে জেলা প্রশাসক মেধস আশ্রম কেন্দ্রিক পর্যটন শিল্প গড়ার ওপর গুরুত্বারোপ

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। রাষ্ট্র ও সরকার বিরোধীরা বাংলাদেশের অভ্যন্তরীণ অগ্রগতি ও উন্নয়নকে ব্যাহত করতে পারে উল্লেখ করে তিনি আরো বলেন, সরকার বিরোধী কেউ যাতে সে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভ মহালয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ গতকাল বুধবার বোয়ালখালীর চণ্ডীতীর্থ মেধস আশ্রমে দিনব্যাপী কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বোয়ালখালী মেধস আশ্রম কেন্দ্রিক একটি পর্যটন শিল্প গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, ভারত-নেপাল-থাইল্যান্ডসহ প্রতিবেশী অনেক দেশে তীর্থস্থান কেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। মেধস আশ্রমের যাতায়াতের সড়ক উন্নয়ন ও বিভিন্ন সংস্কার কাজের অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। তিনি বলেন, বাংলাদেশের উন্নতিতে ভারত সবসময় খুশী। ১৯৭১ সালে ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সকলের জানা। যা বর্তমানে বজায় রয়েছে। ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বিশ্বে সমাদৃত হয়েছে। বাংলাদেশ আরো উন্নতি করুক। ভারত চায় বাংলাদেশ আরো উন্নতি করুক। বাংলাদেশের উন্নয়নে ভারত সব সময় পাশে থেকে সহযোগিতা প্রদান করবে। তিনি চন্ডীতীর্থ মেধস আশ্রমে মহালয়া অনুষ্ঠানের আয়োজন করায় চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদকে ধন্যবাদ জানান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন
পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে ও প্রবীর পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। সভায় বিশেষ অতিথি ছিলেন রুনা ব্যানার্জী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, ট্রাস্টি উত্তম শর্মা, মেধস আশ্রমের অধ্যক্ষ বুলবুল মহারাজ, দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস হোড়, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন। সভার আগে চন্ডি পূজা, পুষ্পাঞ্জলি ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শারদীয় দুর্গাপূজা সংগীতালোক্য পরিবেশন করা হয়। সংগীতানুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক প্রবীর পাল। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর সুনীল ঘোষ, পূজা পরিষদের জেলা উপজেলা নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৩ মৃত্যু শনাক্ত ২৫
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু