সুজলা–সুফলা–শস্য–শ্যামলা সোনার বাংলায় ইস্ট ইণ্ডিয়া কোম্পানী ২০০ বৎসর লুণ্ঠন করেছে। তারপর পাকসরকার শোষণ করেছে ২৩ বৎসর। তার বিরুদ্ধে ১৯৭০ সালে পোস্টারিং সোনার বাংলা শোষণ কেন? তারপর বিভিন্ন সরকারের আমলে কেউ স্বৈরাচার, কেউ বলছে ফ্যাস্টিস সরকার। যারা দেশের জন্য আন্দোলন করে শহীদ হয়েছে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি। এই সুযোগে দেখা গেছে কিছু ডাকাত দল সরকারি গোডাউন লুণ্ঠনকারী, মাদক কারবারী, ছিন্তাইকারী, সাজাপ্রাপ্ত আসামীরা বিভিন্ন থানায় ওয়ার্ড কার্যালয় কিছু সংখ্যালঘু ধর্মীয় উপাসনালয়, বাড়িঘর, খামারবাড়ি, নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদি অপরাধী কর্মকাণ্ডে লিপ্ত। এ ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, মাননীয় সেনাপ্রধান, বিভিন্ন রাজনৈতিক উচ্চ পদস্থ কর্মকর্তা, অনেক অনুনয়–বিনয় করার পরও ঐ অপরাধীচক্র বাউন্ডারি ওয়াল ভেঙে, জায়গা দখল, বিভিন্ন ত্রাণ সামগ্রী লুণ্ঠন, বন্যায় দুর্গত এলাকায় এই অসহায়ত্বের সুযোগে বাড়িঘর লুণ্ঠন করেছে। তাই জরুরি ভিত্তিতে এই মানবাধিকার আইন পরিপন্থী রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারী, লুণ্ঠনকারী দুর্নীতিবাজদের কঠোর হস্তে দমন করার জোর দাবী জানাচ্ছি।
এম.এ সালাম
পাহাড়তলী, চট্টগ্রাম।