চবি আইন অনুষদের উদ্যোগে দুদিন ব্যাপী প্রথম জাতীয় আইন সম্মেলন গতকাল শনিবার চবি এ কে খান আইন অনুষদ ভবন মিলনায়তনে শুরু হয়েছে। সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ‘ল ইন চেঞ্জিং ওয়ার্ল্ড’। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ এবং চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি আইন অনুষদের ডিন ও প্রথম জাতীয় আইন সম্মেলনের আহ্বায়ক প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন, চবি আইন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহীন চৌধুরী। মূল বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। এ ছাড়াও অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা সেশন জজ ড. আজিজ আহমেদ ভূঁইয়া। সঞ্চালনা করেন চবি আইন বিভাগের প্রফেসর ড. রকিবা নবী।
প্রধান অতিথি বিচারপতি বোরহান উদ্দিন বলেন, পরিবর্তনশীল বিশ্বে জ্ঞান–বিজ্ঞানের অগ্রযাত্রায় নব নব চ্যালেঞ্জ মোকাবেলায় সময়োপযোগী আইনের উপর যথাযথ গবেষণা–পর্যালোচনা এখন সময়ের দাবি। আইন মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করে। এ জন্য আইন এবং সমাজ ওতপ্রোতভাবে জড়িত। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশের মানুষ যেমন উপকৃত হয় তেমনি দেশ ও সমাজে শান্তির ধারা অব্যাহত থাকে। পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে তখন বিভিন্নভাবে অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। যুগের চাহিদার প্রেক্ষিতে নতুন নতুন সমস্যা এবং অপরাধ মোকাবেলায় সরকার এবং আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে আলোচনা–পর্যালোচনার মাধ্যমে যুগোপযোগী আইন উদ্ভাবন বা পরিবর্তনের দ্বার উন্মোচিত হবে।
উপাচার্য বলেন, চবি আইন বিভাগ অত্যন্ত সমৃদ্ধ একটি বিভাগ। বিশ্ববিদ্যালয় আইন অনুষদ এ ধরনের আইন সম্মেলনের মধ্যে দিয়ে আইন বিষয়ে গবেষণা ও পর্যালোচনার যে সুযোগ অবারিত করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ সম্মেলনে ১১টি সেশনে ৬৮ জন দেশি–বিদেশি আইনের শিক্ষক–গবেষকবৃন্দ প্রবন্ধ উপস্থাপন করার কথা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।