আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি

| মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ল এলমনাই এসোসিয়েশান (ব্লা) এর উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান সংগঠনের সভাপতি মো. নিজামউদ্দিনের সভাপতিত্বে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। উদ্বোধক ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ বি এম আবু নোমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাসেম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন। অ্যাডভোকেট মো. ফোরকান উদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হান্নান, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, আইন বিভাগের শিক্ষক আমিনুল হক সিদ্দিকী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড এম্বেসেডর হিসেবে কাজ করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে সহযোগিতা করে। তবে তারজন্য চাই একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম বা এসোসিয়েশন। আজকের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ল এলমনাই এসোসিয়েশান (ব্লা) এর মাধ্যমে আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আগমনে ইউনিভার্সিটি ক্যাম্পাস মুখরিত হয়েছে তারজন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। পুনর্মিলণী অনুষ্ঠানের মাধ্যমে সকলের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৭ম বর্ষপূর্তিতে রক্তদান কর্মসূচি এপিক হেলথ কেয়ারের
পরবর্তী নিবন্ধবাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে : খসরু