চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ অ্যাড. শ.ম. রেজাউল করিম এমপি বলেন, চট্টগ্রামের আইনজীবীদের প্রতি আমার টান বেশি। এ যাবৎ ৯ বার আইনজীবীদের বিভিন্ন প্রোগ্রামে এসেছি। আমি সর্বদা আইনজীবীদের পাশে থাকার চেষ্টা করেছি। আইন পেশার মান, মর্যাদা সমুন্নত রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গত ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনুষ্ঠান শুরু হয়। বার্ষিক ভোজ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিন। সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাড. এ.এম. আমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বার কাউন্সিলের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসমান গণি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এছাড়া কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ সভাপতি শেখ মো. ছাবেদুর রহমান, সহ সভাপতি মো. আজিজুল হক চৌধুরী, অর্থ সম্পাদক মঈনুল আলম চৌধুরী (টিপু), পাঠাগার সম্পাদক মো. আলী আকবর (সানজিক), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরুল হক মেনন, নির্বাহী সদস্য এ.এস.এম. রিদওয়ানুল করিম, তানজিন আক্তার সানি, মো. মেজবাহ উদ্দিন, মো. ওমর ফারুক, মোহাম্মদ নাজমুল ইসলাম, মো. মনজুর হোসেন, মুহাম্মদ শফিউল আজম বাবর, শেখ তাপসী তহুরা, নাসরিন আক্তার চৌধুরী, মো. রবিউল আলমসহ বিদায়ী পরিষদের কর্মকর্তা, সদস্য এবং সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিন বলেন, আইনজীবীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অ্যাম্বুলেন্স ও অক্সিজেনসহ জরুরি মেডিকেল সরঞ্জামাদি ক্রয় করা হয়েছে। তিনি আইনজীবীদের দাবি- হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ স্থাপন, সদস্যদের জন্য শাপলা ভবনের পাশে নতুন প্রস্তাবিত জায়গায় ভবন নির্মাণে সহযোগিতা, আদালত অঙ্গনে বিচারক সংকট, চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনাল গঠন, অগ্রাধিকার ভিত্তিতে আইনজীবীদের জন্য করোনার টিকা, বিচারপ্রার্থী জনগণের হয়রানি এবং মামলা জট সৃষ্টি হওয়ার বিষয়সহ বিভিন্ন বিষয়ে প্রধান অতিথি ও প্রধান বক্তার দৃষ্টি আকর্ষণ করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদের সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে সভা শেষ হয়। পরে সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রুনা কাশেমের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।