আইন পেশায় নিয়োজিত হওয়ার পরও প্রতিদিনই শিখতে হবে

নিলস চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টারের সাধারণ সভা

চবি প্রতিনিধি | রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৪৫ পূর্বাহ্ণ

যেখানে আইন নেই, বিচার নেই, সেখানে মুক্তি আসবে না। আগে আইনের ছাত্ররাই রাজনীতি করতেন। আইনের ছাত্ররাই মানবাধিকার, মানুষের মুক্তির জন্য লড়াইয়ে অগ্রভাগে থাকতেন। কিন্তু এখন ধনকুবেরা রাজনীতি করে। রাজনীতি যদি এ পথে থাকে, মানুষের মুক্তি আসবে না।

গতকাল শনিবার আইনের শিক্ষার্থীদের সংগঠন নিলস বাংলাদেশ ও নিলস চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের এসব কথা বলেন। এর আগে বেলা সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত চট্টগ্রামের আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণফুলী অডিটোরিয়ামে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।

চবি আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও নিলস সিউ চ্যাপ্টারের উপদেষ্টা এবং চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর এবিএম আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দার।

বিশেষ অতিথি ছিলেন চবি উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. সেকান্দর চৌধুরী এবং চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দার বলেন, আইনের ডিগ্রি অর্জন করলেই আমার পড়ালেখা শেষ হয়ে গেছে, আর পড়ালেখা করতে হবে না, এ ধারণা একেবারেই ভুল।

আইন পেশায় নিয়োজিত হওয়ার পরও প্রতিদিনই শিখতে হবে, নতুন কিছু জানতে হবে। কারণ সবকিছু পরিবর্তন হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমিল্টনের কেয়ার হোম থেকে উদ্ধার সেলিমের কিডনি ঠিক আছে : চিকিৎসক
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন