আইন ও অধিকার সংস্থার আলোচনা সভা

| রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

 

মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, জাতীয় সংসদে আইনজীবীদের সংখ্যা বাড়াতে হবে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ড. অনুপম সেন এসব কথা বলেন। গতকাল নগরীর প্রেসক্লাবের এস রহমান হলে আইন ও অধিকার সংস্থার মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক। আইন ও অধিকার সংস্থার সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট উত্তম কুমার দত্তের সঞ্চালনায় মুক্ত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, জেলা পিপি মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী। বক্তব্য রাখেন অ্যাডভোকেট দিদারুল আলম চৌধুরী, অ্যাডভোকেট কাজী নাজিমুল হক রোটারিয়ান মৃণাল কান্তি দত্ত, রোটারিয়ান মো. শাহজাহান, রোটারিয়ান মোহাম্মদ হোসেন, আইনজীবী সহকারী অভিজিত রায় পুলক, অ্যাডভোকেট মানিক সেন। সংস্থার সভাপতি অ্যাডভোকেট উত্তম দত্ত সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড অতিথিদের সামনে তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদারুল উলুমকে মডেল মাদ্‌রাসা হিসেবে গড়ে তুলতে হবে : সুজন
পরবর্তী নিবন্ধচবি সায়েন্টিফিক সোসাইটির সভা ও পুনর্মিলনী