চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চতুর্থ জাতীয় আইন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে যেখানে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক চবিই। গতকাল শনিবার চবির আইন বিভাগে ‘ইস্পাহানি প্রেজেন্টস এসসিএলএস আইন অলিম্পিয়াড ২০২৩’ শিরোনামে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
ফাইনালে ১৮টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল অংশ নেয় যারা প্রতিযোগিতার পাঁচটি রাউন্ডে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে। অংশগ্রহণকারীরা সাংবিধানিক আইনের বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান, দক্ষতা এবং সৃজনশীলতা প্রদর্শন করেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলটি ল অলিম্পিয়াড সিজন ৪.০ এর চ্যাম্পিয়ন হিসেবে মুকুট ছিনিয়ে নেয়। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির দল রানার আপ হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা জজ ড. আজিজ আহমেদ ভূঁইয়া এবং চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক।
প্রধান অতিথি জে বি এম হাসান বলেন, প্রকৃতপক্ষে বিশিষ্ট আইনজীবীদের সামনে দাঁড়ানোর এটি একটি বড় সুযোগ। আমি এখানে আইনশাস্ত্র এবং আইনী নীতির লড়াইয়ে খুব গভীরভাবে আছি। তিনি বলেন, আইনের ক্ষেত্রে আইনের শিক্ষার্থীদের বিচারক, আইনজীবী, শিক্ষাবিদ হিসেবে গড়ে তুলতে সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) সংগঠনটি অসাধারণ ভূমিকা রাখছে।