ঈদযাত্রায় অনেক পরিবহনে বেশি ভাড়া আদায় এবং যাত্রী পরিবহনের শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার ঢাকায় নিজ সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, যাত্রী পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক পরিবহন নিয়ম ও শর্ত মেনে চলছে না। তিনি বলেন, পরিবহন ও মালিকদের নিয়ম মেনে যাত্রী পরিবহন করতে হবে, তা না হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা ব্যবস্থা নেবে। খবর বিডিনিউজের।
সড়কে ধীর গতির কথা স্বীকার করে সড়ক মন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করলেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী-গাজীপুর অংশে নির্মাণ কাজের কারণে সংকুচিত হওয়ায় যানবাহনের চাপ বেড়ে গেছে। মন্ত্রী আরো বলেন উত্তরবঙ্গগামী পণ্যবাহী যানবাহন আবদুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল-চন্দ্রা হয়ে চলাচল করলে টঙ্গী-গাজীপুর অংশে চাপ কমে যাবে।