আইনের সুষ্ঠু প্রয়োগ না থাকায় পাহাড়ে বাড়ছে নারী নির্যাতন

খাগড়াছড়িতে মানবন্ধনে বক্তারা

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ১০:২৯ পূর্বাহ্ণ

আইনের সুষ্ঠু প্রয়োগ না থাকা ও বিচারিক দীর্ঘসূত্রিতায় পাহাড়ে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। করোনাকালে খাগড়াছড়িতে ধর্ষণ ও খুনের শিকার হয়েছে ১৩ নারী। এদের মধ্যে ৫ জন কিশোরী। রোববার সকালে WHDRS এর আহ্বায়ক কমিটির উদ্যোগে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পক্ষ উপলক্ষে খাগড়াছড়ি জেলা অফিসার্স ক্লাবে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় অভিযোগ করেন নারী নেত্রীরা। সভায় পারিবারিক নির্যাতনে শিকার নারীরা দ্রুত সময়ের মধ্যে বিচার দাবি করেন। খাগড়াপুর মহিলা কল্যাণ কমিটির সভানেত্রী শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, দুর্বার নারী নেটওর্য়াকের প্রতিনিধি নমিতা চাকমা, জাবারাংয়ের নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা ,খাগড়াছড়ি প্রেস ক্লাবে সভাপতি জিতেন বড়ুয়া প্রমুখ।
এসময় নারী নেত্রীরা অভিযোগ করে বলেন, পার্বত্য এলাকায় ধর্ষণের ঘটনা আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে। কিন্তু অধিকাংশ অপরাধী গ্রেফতার হওয়ার পরও তারা জামিনে বের হয়ে এসে পুনরায় অপরাধ সংঘটিত করছে। সম্প্রতি জেলার গোলাবাড়ি এলাকায় গণধর্ষণের ঘটনায় ২ আসামী এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নারী নেত্রীরা। নারীর প্রতি সহিংতা রোধে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পক্ষ পালিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসাবাশ বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবিউবো শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদের মানববন্ধন