আইনের শাসন ফিরাতে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় আবু সুফিয়ান

| বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, আইনের শাসন ফিরিয়ে আনতে ও সুশাসন নিশ্চিত করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ মানুষের সর্বশেষ ভরসাস্থল হচ্ছে বিচার বিভাগ। তাই আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারেনি। বিরোধী দলমত দমনে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ফ্যাসিবাদি সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত কোথাও ন্যায়বিচার পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার দুপুরে কোর্ট বিল্ডিং আইনজীবী অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবু সুফিয়ান বলেন, আমরা এমন একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। তাই সুষ্ঠু ও ন্যায় বিচারপ্রাপ্তিতে আইনজীবীদের সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। পরবর্তীত বাংলাদেশে মানুষের প্রত্যাশিত শান্তির বাংলাদেশ গঠনে আইনজীবীগণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সাজ্জাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বার কাউন্সিলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন চৌধুরী, সিনিয়র আইনজীবী মকবুল কাদের চৌধুরী, বারের সাবেক সভাপতি এনামুল হক, জেলা জিপি কাসেম চৌধুরী, মহানগর পিপি মফিজুল হক ভুইয়া, এস ইউ নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম চৌধুরী, আবদুস সাত্তার সরোয়ার, মোহাম্মদ মঈনুদ্দীন, রওশন আরা, কানিজ কাউসার, বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের পুত্র ব্যারিস্টার তানজির ইসলাম ও কন্যা এড. সারবিয়া শাওলিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাদীর স্বপ্ন বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে
পরবর্তী নিবন্ধদরবারে জিলানীতে মেরাজুন্নবী (দ.) মাহফিল