স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান এবি এম পারভেজ রেজা বলেছেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি শেষ পর্যন্ত লড়াই করে যাবে। মহানগরীর আওতাধীন থানা ও ওয়ার্ড কমিটি গঠনকল্পে গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দল ইপিজেড ও পতেঙ্গা থানা আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি শওকত আজম খাজা। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন, সওগাতুল ইসলাম সাগির, মোকসেদ আলম, এম জি মাসুম রাসেল, সরোয়ার হোসেন সারু, তোফাজ্জল হোসেন, হারুন আল রশিদ, জিয়াউর রহমান জিয়া, জমির উদ্দিন নাহিদ, মো. জাহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি