বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মেধা, মননে ও আইন চর্চায় সারা বাংলাদেশে অনুকরণীয়। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন, সংগ্রামে চট্টগ্রামের আইনজীবীদের ভূমিকা অগ্রগণ্য। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে পরিষদের চট্টগ্রাম শাখার আয়োজিত কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সকলের সম্মতিতে মুজিবুল হককে আহ্বায়ক ও এ এইচ এম জিয়াউদ্দিনকে সদস্য সচিব করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, চট্টগ্রাম শাখার ২২ সদস্য বিশিষ্ট প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভা সঞ্চালনায় ছিলেন এ এইচ এম জিয়াউদ্দিন। প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ইউছুফ হোসেন হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু ও ঢাকা মহানগর পিপি আবদুল্লাহ আবু। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতিসহ পরিষদের আইনজীবী নেতারা সভায় বক্তব্য রাখেন। পরিষদের নির্বাচিত সদস্য সচিব এ এইচ এম জিয়াউদ্দিন আজাদীকে বলেন, কেন্দ্রীয় কমিটি থাকলেও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চট্টগ্রাম শাখার কোনো কমিটি ছিল না। প্রথমবারের মতো এখানে (চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি শাখা) কমিটি হয়েছে। কমিটি না থাকায় পরিষদের সমর্থনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নামে একটি অস্থায়ী পরিষদ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করে আসছিল। এবার থেকে সমন্বয় পরিষদ আর থাকবে না। এটি এখন বিলুপ্ত হয়ে গেছে। আগামীবার থেকে সরাসরি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ব্যানারেই আমাদের সমর্থকরা নির্বাচনে অংশগ্রহণ করবেন।











