আইনের শাসন নিশ্চিতের পাশাপাশি গুজব প্রতিরোধের আহ্বান

খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৬:১৫ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে হলে আইনের শাসন নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে বিশিষ্টজনেরা। খাগড়াছড়িতে সামপ্রতিক সময়ে সংঘটিত সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে আয়োজিত সমপ্রীতি সমাবেশে এসব কথা বলেন তারা।

গতকাল রোববার সদর উপজেলা হলরুমে আয়োজিত সমাবেশে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার কারণে পর্যটনসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হচ্ছে। যারা ১৪৪ ধারা ভঙ্গ করেছেন তাদেরকে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হবে। ইতোমধ্যে আমরা ৬১ জনের তালিকা করেছি। যারা অপরাধী তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনব।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। অপরাধীর বিচার করার জন্য রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা রয়েছে। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সকলের সহযোগিতা চান তিনি। সম্প্রীতি সমাবেশে উপজেলা বিএনপি, জামায়াত ইসলামী,ইসলামী আন্দোলন বাংলাদেশ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রামে কঠিন চীবর দানোৎসব না করার ঘোষণা