আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখতে হবে : মেয়র

| শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৯:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জাফর হায়দারের সভাপতিত্বে ও সংগঠনের অতিরিক্ত মহাসচিব নুর উদ্দীন খান সাগরের সঞ্চালনায় র‌্যালি ও আলোচনা সভা গত বুধবার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধক ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্‌) মো. হুমায়ুন কবির। প্রধান বক্তা ছিলেন মহানগর দায়রা জজ আদালতের পিপি বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক ভূইয়া।

বিশেষ অতিথি ছিলেন গবেষক আমিনুরর রসুল বাবুল। বক্তব্য রাখেন অ্যাডভোকেট আশরাফী বিনতে মোতালেব, বেলায়েত হোসেন, রোকসানা রলি, মহিউদ্দিন স্বপন, আবু হানিফ, আবু হানিফ মাসুদ, মো. গোলাম ছরোয়ার, ওমর ফারুক চৌধুরী, মো. নাছির উদ্দীন জসীম, অ্যাডভোকেট জসীম উদ্দীন, অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাডভোকেট রাশেদ চৌধুরী, বিলকিছ বেগম, হ্যাপী, জুই, কুলসুমা, বেলাল আহমেদ, জাকির হোসেন, মুন্না, ডা. রবিউল, আবদুর রহমান সবুজ, কাজী আবদুস সোবাহান, জাহাঙ্গীর হোসেন, নেজাম উদ্দিন, মোহাম্মদ সাইফুল্লাহ, আনোয়ার হোসেন, জুলাই যোদ্ধা মোহাম্মদ বেলাল চৌধুরী, রাজু, মোহাম্মদ হাসান, মো. সেলিম, রিনা বেগম, নুরুল হক নুরু প্রমুখ। প্রধান অতিথি বলেন, বিগত সময়ে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে চরম মানবধিকার লঙ্ঘন করা হয়েছে। আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় সকলকে ভূমিকা রাখতে হবে। উদ্বোধক হুমায়ন কবির বলেন, মানবাধিকারের প্রকৃত চেতনা ধারণ করতে হবে। বিত্তবানদের তাদের পাশে দাঁড়াতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধঅপরাধ কর্মে জড়িতরা আমার আশপাশে ভিড়বেন না
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ৬০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রচেষ্টা চলছে : স্বাস্থ্য উপদেষ্টা