বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে আইনের দৃষ্টিতে পলাতক ঘোষণা করে রায় দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। দুদক আইনজীবী খুরশীদ আলম খান গতকাল বুধবার বলেন, মামলা আমলে নেয়ার আগেই হাইকোর্টে আবেদন শুনা ঠিক হয়নি। তাছাড়া আইনের দৃষ্টিতে জোবাইদা রহমান পলাতক। আপিল বিভাগ তার রায়ে জোবাইদা রহমানকে আইনের দৃষ্টিতে পলাতক বলেছেন। আর পলাতক অবস্থায় তার আবেদন শোনা ঠিক হয়নি। পলাতক আসামি কোনো আদালতে হাজির না হয়ে আবেদন করতে পারবেন না। খবর বাসসের।
তিনি বলেন, জোবায়দা রহমানের একটা আবেদন আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। এ সংক্রান্ত একটা রায় আজকে (বুধবার) প্রকাশ করা হয়েছে। জোবায়দা রহমান বিষয়ে অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত মামলা নিয়ে এই আদেশ দেয় আপিল বিভাগ। আত্মসমর্পণ না করে সরাসরি হাইকোর্টে আবেদন করতে তিনি পারেন না। এ ঘটনাকে নজিরবিহীন বলেও উল্লেখ করেছে আদালত।
খুরশীদ আলম খান বলেন, সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান। অথচ দেখা গেছে, সেই সুবিধা তাকে দেয়া হয়েছে। কাজেই অ্যাপেক্স কোর্টের দায়িত্বই ছিল এটা। আদালতে আত্মসমর্পণ না করে কীভাবে হাইকোর্ট এ মামলা শুনলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিলে জোবায়দা রহমানের লিভ টু আপিল খারিজ করে দিয়ে গত ১৩ এপ্রিল আদেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন। জোবায়দা রহমানের পক্ষে আদালতে আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।