আইনের জ্ঞানার্জন যেন ন্যায়বিচার নিশ্চিত করে

আইআইইউসির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভিসি ড. আলী আজাদী

| বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:১৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, আইনের জ্ঞানার্জন যেন ন্যায়বিচার ও মানবাধিকারকে নিশ্চিত করে। আইনের জ্ঞান কেবল পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যম নয়, এটি একটি সমাজকে ন্যায়বিচার, মানবাধিকার ও জবাবদিহিতার ভিত্তিতে গড়ে তোলার অন্যতম ভিত্তিপ্রস্তর। গত শনিবার আইআইইউসির আইন অনুষদের আয়োজনে এলএল.এম প্রোগ্রামের ২০২৪ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের উপদেষ্টা প্রফেসর মোরশেদ মাহমুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসান উল্লাহ, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। আরও বক্তব্য রাখেন, আইন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন এলএল.এম প্রোগ্রামের কোঅর্ডিনেটর মহিউদ্দিন। আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ আলী আজাদী আরও বলেন, আমাদের সমাজে নৈতিক নেতৃত্বের যে অভাব রয়েছে, তা পূরণে এই প্রজন্মের আইনের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু দক্ষ আইনবিদ না হয়ে সমাজের বিবেকবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলুক। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর প্যাসিফিক জিন্স পরিদর্শন
পরবর্তী নিবন্ধদরিদ্র কিডনি রোগীদের পাশে দাঁড়ানো প্রয়োজন