‘আইনের আওতায় না আনলে এরা দেশকে গিলে খাবে’

দুর্নীতিবাজদের শ্বেতপত্র প্রকাশের দাবি বিএসপির

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেছেন, দুর্নীতিবাজদের কারণেই বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বাড়ছে। বেকারত্বও বাড়ছে। তিনি অবিলম্বে দুর্নীতিবাজদের শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। এই দুর্নীতিবাজদের আইনের আওতায় না আনলে এরা দেশকে গিলে খাবে।

তিনি গত শনিবার বিকালে ফটিকছড়ি নাজিরহাট ঝংকার মোড়ে দেশ বিরোধী ষড়যন্ত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা, সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে ফটিকছড়ি উপজেলা বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

ফটিকছড়ি উপজেলা বিএসপি আহ্বায়ক এইচএম মঞ্জুরুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লিবারেল ইসলামিক জোটের নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, কোচেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী। সমাবেশে বিএসপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় অতিথি ও আলোচক ছিলেন বিএসপি’র কোচেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা সভাপতি এস.এম সাহাব উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের মাসব্যাপী মিলাদ মাহফিল শুরু
পরবর্তী নিবন্ধঋণ বিতরণে নারী উদ্যোক্তাদের সাথে বৈষম্য করার সুযোগ নেই