আইনি দিক যাচাই করে জাপা নিষিদ্ধের পদক্ষেপ : অ্যাটর্নি জেনারেল

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি আরও বলেছেন, জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১০৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সাথে বেইমানী করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। তাই নিষিদ্ধের যে দাবি উঠেছে, তা আইনগত দিক যাচাইবাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। খবর বিডিনিউজের।

গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান উভয় দলের নেতাকর্মীরা। সেদিন রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, হামলার প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে তাদের মশাল মিছিলের কর্মসূচি ছিল। সেটি শেষ করে গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিপেটা করে। তিনি বলেন, লাঠিপেটায় নুরুল হক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে : শাহাদাত
পরবর্তী নিবন্ধহাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি : খসরু