আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও প্রশাসন একসাথে কাজ করতে হবে

হাটহাজারীতে ব্যারিস্টার আনিস এমপি

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রশাসনের একার পক্ষে এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। এজন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারলে উন্নয়ন ত্বরান্বিত হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলেই সম্ভব হচ্ছে। তিনি হাটহাজারীর যানযট, কৃষি জমি রক্ষা, সড়ক উন্নয়ন ও মাদক প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। সড়ক দখল ও সরকারি জায়গা দখলদারের ব্যাপারে কোন আপোষ নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি নিজে কোন অনিয়ম ও দূর্নীতির সাথে জরিত নয় বলে উল্লেখ করে অনৈতিক কাজের সাথে যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

গতকাল বুধবার হাটহাজারী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, কৃষি কর্মকতা আল মামুন সিকদার, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে। সভায় আইন শৃঙ্খলা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত ও ইউ পি চেয়ারম্যানবৃন্দ। পরে একই স্থানে উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের ৪৮তম ব্যাচের বার্ষিক শিক্ষা সমাপনী উৎসব সংবর্ত-১৭
পরবর্তী নিবন্ধচবি উপাচার্যের সাথে প্রফেসর মার্ক ভিনের সৌজন্য সাক্ষাৎ