চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ছাত্র জনতার আন্দোলন ও আত্মহুতির বিনিময়ে আমরা আজ বিজয় অর্জন করেছি। এই মুহূর্তে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং যদি তা অর্জন করা না যায়, তাহলে ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে। বৈষম্য বিরোধী ছাত্র–জনতার গণ–আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত এবং অসুস্থদের সুস্থতা কামনায় চট্টগ্রামে দেশ রক্ষা তারেক মঞ্চের উদ্যোগে গত বৃহস্পতিবার বাদ জোহর সাগরিকা পিসি রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে কুরআনখানি খতম ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামীকাল জুমাতে সকল ইমাম ও খতীবেরা যাতে চলমান পরিস্থিতি নিয়ে মুসল্লিদেরকে নছিহত করে সে ব্যাপারে স্ব স্ব এলাকার নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন। দোয়া মাহফিলে মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল আলম কমিশনার, আকবর শাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, পাহাড়তলী থানা বিএনপির সভাপতি বাবুল হক, রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম আর মঞ্জু, পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াসহ স্থানীয় জামে মসজিদের খতিব–ইমাম, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন আলেম আল্লামা এনামুল হক শিকদার। প্রেস বিজ্ঞপ্তি।