আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে

মহানগরী জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশনে শাহজাহান চৌধুরী

| বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১০:১৫ পূর্বাহ্ণ

আন্দরকিল্লা হাজারী গলিতে দেশের নিরাপত্তার প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের ওপর এসিড সন্ত্রাস চালিয়ে আহত করা শুধু দুঃখজনক নয়, নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশের স্থিতিশীল পরিবেশ রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান

জানান। অবিলম্বে সেনাবাহিনীর ওপর হামলাকারী চিন্তিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমির শাহজাহান চৌধুরী।

গতকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ২০২৫২৬ কার্যকালের জন্য রুকনদের প্রত্যক্ষ ভোটে মজলিসে শূরার নির্বাচিত সদস্যের প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মহানগরী জামায়াতের দেওয়ানবাজাস্থ দেওয়ানজী পুকুর লেনের বিআইএ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অধিবেশন সম্পন্ন হয়। মহিলাদের নিয়ে পৃথক মহিলা মজলিসে শূরা এবং মহানগরী মহিলা কর্মপরিষদ গঠন করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরী আমির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অধিবেশনে আরো উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, আইআইইউসির সাবেক উপউপাচার্য ড. আবু বকর রফিক আহমদ, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, আবু বকর ছিদ্দিক, আবু হেনা মোস্তফা কামাল, কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ, চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, বন্দর থানা আমির মাহমুদুল আলম, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, পাঁচলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমি, ইপিজেড থানা আমির আবুল মোকাররম, সদরঘাট থানা আমির এম এ গফুর, আকবরশাহ থানা আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, বায়েজিদ থানা আমির মাওলানা জাকির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি আনাস
পরবর্তী নিবন্ধচকরিয়ায় জেলা পরিষদের জায়গা থেকে আ. লীগ কার্যালয় উচ্ছেদ