আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতি লোহাগাড়ায়, বেড়েছে খুন ও চুরি ডাকাতির মত অপরাধ

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৬:৩৮ অপরাহ্ণ

লোহাগাড়ায় আইনশৃংখলার নাজুক পরিস্থিতি দেখা দিয়েছে। প্রায় প্রতি রাতেই ঘটছে চুরি-ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা। এর ফলে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। জনমনে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা।

একাধিক সূত্রে জানা গেছে, বিগত ছয় মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অর্ধ-শতাধিক বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।উপজেলার বিভিন্ন স্হান থেকে অন্তত শতাধিক গরু লুট করে নিয়ে গেছে। বেড়েছে ডাকাতির ঘটনাও। গ্রিলকেটে বা দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা, স্বর্ণালংকার, লুট করে নেয় সংঘবদ্ধ ডাকাত দল।বেশ কয়েকটি খুনের ঘটনা ও ঘটেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। আশঙ্কাজনকভাবে উপজেলা জুড়ে চোর-ডাকাতের উৎপাত বেড়ে যাওয়ায় সাধারন মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

সম্প্রতি গত ২২এপ্রিল মধ্যযুগীয় কায়দায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি বাকর আলী পাড়ায় ভোররাতে সংঘবদ্ধ একটি ডাকাত দল তিন পরিবারের সদস্য ও পথচারীসহ মোট ১৬জনকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে হাত, পা, মুখ রশি দিয়ে বেঁধে তিন পরিবারের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু, পথচারীর একটি মোটরসাইকেল, বিদ্যালয়ের একটি ল্যাপটপসহ নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

২৪ মার্চ (সোমবার) উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে ইফতারের আগে প্রকাশ্যে গাঁজা সেবনে বাঁধা দেয়ায় নিজ চেম্বারে খুন হন বলিপাড়ার বাসিন্দা আজিজুর রহমানের ছেলে স্থানীয় পল্লী চিকিৎসক ও জামায়াত নেতা নুরুল হক।

২৫ ফেব্রুয়ারি উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়া গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে পদুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেয়াকত আলী চৌধুরীর সামনেই ভাতিজা মুজিবর রহমানের লাঠির আঘাতে খুন হন তারই আপন চাচা মাহমুদুল হক (৭৪)।

১৪ জানুয়ারি রাতে কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান রসুলাবাদ গ্রাম থেকে অনলাইন জুয়া খেলার কথা বলে বাড়ি থেকে জাহেদ (২০) নামক এক যুবককে তার দুই বন্ধু ইমন ও আসিফ ডেকে নিয়ে আসে। পরদিন সকালে চরম্বা রাবারড্যাম সংলগ্ন কালিবাড়ির পাশের জমি থেকে জাহেদের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুটিবিলা ইউনিয়নের তাঁতীপাড়া নামক এলাকায় মাদ্রাসার সভা থেকে ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটেদের ছুরিকাঘাতে খুন হন পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোমিনুল ইসলাম।

এ ঘটনায় নিহতের মা খুরশিদা বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে শাকিল নামক এক আসামিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।

গত বছরের ১৪ সেপ্টেম্বর লোহাগাড়ার চুনতি মিরিখীল এলাকায় চুনতি বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন মিরিখীল এলাকার বাসিন্দা ইসহাক সওদাগরের পুত্র চুনতি বাজারের পান ব্যবসায়ী মোঃ হাসান উদ্দীন (৪৬)।

নিখোঁজের দুদিন পর মিরিখীল রেললাইনের পাশের ব্রীজের নীচ থেকে হাসানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয় জনতা।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। এ মামলায় জোবাইর ও বাবু দে নামক দুজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গত জানুয়ারিতে চুনতি বাজার নিজ দোকান থেকে অপহৃত হন চুনতি বাজারের ব্যবসায়ী মোঃ ইসমাইল। পরে তার পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দিয়ে কক্সবাজার থেকে উদ্ধার করে আনা হয় তাকে।

৬ মার্চ উপজেলার চরম্বা ইউনিয়নের ৩টি ইটভাটায় বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে চাঁদাবাজি করতে আসে পার্বত্য এলাকার পাহাড়ি সন্ত্রাসীরা। চাঁদা না পেয়ে অন্তত ৩০জন শ্রমিককে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

একাধিক সূত্রে জানা গেছে, বিগত ছয়মাসে অন্তত ২০টির মত মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। এছাড়াও বিভিন্ন এলাকায় গরু চুরি, মহিষ চুরি এবং প্রকাশ্যে ও গোপনে বেপরোয়া চাঁদাবাজির ঘটনা এক প্রকার অসহনীয় পর্যায়ে এসে ঠেকেছে। অন্যদিকে সামাজিক অস্থিরতা ও পারিবারিক কলহের কারণে আত্মহত্যার প্রবণতাও বেড়েছে। গত ছয় মাসে পাঁচজনের আত্মহত্যা এবং বেশ কয়েকটি ইভটিজিংয়ের ঘটনা ঘটেছে। লোকলজ্জার ভয়ে অনেকে আইনের আশ্রয় নিতে চায় না বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী সোলতান মোহাম্মদ অহিদ বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো জোরালো ভূমিকা রাখতে পারছে না বলেই অপরাধ চক্রগুলো সুযোগ নিচ্ছে। আবার নতুন করে বিরূপ পরিস্থিতিতে পড়ার ভয়েও অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে গড়িমসি করছেন অনেক পুলিশ সদস্য। এসব কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে তিনি মনে করেন। যার কারণে জনজীবনে উদ্বেগ তৈরি হয়েছে বলেও ধারণা করছেন এ আইনজীবী।

জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, থানা এলাকার আইনশৃঙ্খলার উন্নয়ন করতে এরই মধ্যে বিশেষ অভিযান চলছে। চুরি ছিনতাইয়ের বিষয়ে মামলা হচ্ছে। কিশোর গ্যাং, মাদক কারবারি, বিভিন্ন মামলার পলাতক আসামিসহ অপরাধীরা ধরা পড়ছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুত সময়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা সচেষ্ট রয়েছি।

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জে দাখিল পরীক্ষায় অসদুপায়ের দায়ে সুপারের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধচুয়েটের ছাত্র শান্ত-তৌফিক মৃত্যুর ১ বছর : থেমেছে কি মৃত্যুর আর্তনাদ?