কোর্ট হিলের আইনজীবী ভবনের নিচ তলার পেছনের নালার ময়লার স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। গতকাল বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনজীবী সমিতির নিচ তলার পেছনে একটি নালা রয়েছে। সেখানে ময়লা স্তূপ হয়ে ছিল।
ওই নালায় আগুন লাগার ঘটনা ঘটলে আমাদেরকে জানানো হয়। আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি গাড়ি কাজ করেছে। বড় ধরণের কোনো ঘটনা ছিল না, ছোট আকারের ঘটনা। হালকা ধোঁয়ার কুণ্ডলী ছিল। যা আমরা নিয়ন্ত্রণ করেছি। সিগারেটের আগুন থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন আজাদীকে বলেন, কেউ সিগারেট খেয়ে অবশিষ্ট অংশ নিচে ফেলেছে হয়তো। যা থেকে আগুন ধরে যায়। বড় কোনো ঘটনা ছিল না। ফায়ার সার্ভিস অল্প–কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।












