আইনজীবী তৌফিকার আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ

| বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত হিসেবে পরিচিত আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের আয়কর নথি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সিআইডি পুলিশের আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকার কর অঞ্চলকে এ আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ। এদিন তার আয়কর নথি বিবরণী ও আনুষঙ্গিক কাগজপত্র চেয়ে আবেদন করেন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের এসআই মনিরুজ্জামান। খবর বিডিনিউজের।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন দিদার। আবেদনে বলা হয়েছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএস তৌফিকা করিম ক্ষমতার অপব্যবহার করে জামিন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আছে। এ অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তার আয়কর নথি বিবরণী ও আনুষঙ্গিক কাগজপত্র দরকার।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধনিবন্ধন ও প্রতীক পেল এনসিপিসহ ৩ দল, বিজ্ঞপ্তি প্রকাশ