নগরীর কোর্টহিলের অদূরে আইনজীবী আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়াহনুল ওয়াজেদ চৌধুরী গতকাল সন্ধ্যায় দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মহানগর দায়রা জজ নিজ ক্ষমতাবলে গত বৃহস্পতিবার আলিফ হত্যা মামলাটি চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আবেদন জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন মামলার বাদী ও আলিফের বাবা জামাল উদ্দিন। এদিকে আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালী এলাকা থেকে শ্রী গণেশ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। গত বছরের ২৬ নভেম্বর নগরীর কোর্টহিলের অদূরে মেথরপট্টি এলাকায় খুন হয়েছিলেন আলিফ। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন ৩১ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে গত ১ জুলাই তদন্তকারী কর্মকর্তা ও নগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) মো. মাহফুজুর রহমান ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে চার্জশিটে অপর একজনকে অন্তর্ভুক্ত করলে চার্জশিটভুক্ত আসামির সংখ্যা দাঁড়ায় ৩৯ জন। এদের মধ্যে ১৬ জন এখনো পলাতক। আদালত সূত্র জানায়, আলিফ হত্যা মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়ে গেছে। এরই প্রেক্ষিতে গত বছরের ২৩ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়।












