আইনজীবী অসুস্থ, শুনানি হয়নি পরীমনির আবেদনের

| বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমনির করা আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে হাই কোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেয়। পরীমনির আইনজীবী মো. শাহীনুজ্জামান জানান, তাদের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না অসুস্থ হওয়ায় শুনানি পেছানোর আবেদন করেন তিনি। আদালত আগামী সপ্তাহে শুনানির আদেশ দেয়। খবর বিডিনিউজের।

আপিল বিভাগের আদেশে গত ৮ জুন এ আদালতে পরীমনির আবেদনের ওপর শুনানি শুরু হয়। এরপর ১৫ জুন একই বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠেছিল। ওইদিনও শুনানি পেছানো হয়।

২০২১ সালের ৪ আগস্ট রাতে বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা দায়ের করা হয়। র‌্যাবের জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।

তদন্ত শেষে ২০২১ সালের ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনকে আসামি করে অভিযোগপত্র দেন সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। ২০২২ সালের ৫ জানুয়ারি তিনজনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় জজ আদালত। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদার।

পূর্ববর্তী নিবন্ধশাকিব যাননি আদালতে, সাক্ষ্য হলো না প্রথম দিন
পরবর্তী নিবন্ধশহীদুল্লা কায়সার ও পান্না কায়সার চরিত্রে তারা