আইনজীবীসহ দুজন রিমান্ডে

বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া হলফনামা তৈরির অভিযোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৪:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও বিচারকের নাম ব্যবহার করে জাল সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া হলফনামা তৈরির অভিযোগের মামলায় এক আইনজীবীসহ দুজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে এ দুজনের ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। দুই আসামি হলেন, আইনজীবী ফরহাদ উদ্দিন ও সমন দে নামের অপর একজন। এর আগে গত ২৪ ও ২৫ মার্চ তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত দুইদিন করে মঞ্জুর করেন। তিনি আরো বলেন, আসামিদের মধ্যে প্রথমে রোজী আক্তারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে জানতে পারি যে, তাকে আইনজীবী ফরহাদ উদ্দিন হলফনামা বানিয়ে দিয়েছেন। এরপর আইনজীবী ফরহাদ উদ্দিনকে আমরা গ্রেপ্তার করি। তিনি জানিয়েছেন, সুমন দে’র কাছ থেকে তিনি হলফনামা সংগ্রহ করেছেন। পরে আমরা সুমন দে’কেও গ্রেপ্তার করি। সুমন দে আদালত পাড়ার আইনজীবী এনেঙ ভবনু ২ এর নিচে একটি দোকানে টাইপিস্ট এর কাজ করেন বলেও জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও বিচারকের নাম ব্যবহার করে জাল সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া হলফনামা তৈরির অভিযোগে গত ১৮ মার্চ রোজী আক্তার নামের একজনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়। চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ চ্যানেলে ভলগেট ডুবি, উদ্ধার ৭ নাবিক
পরবর্তী নিবন্ধজব্বারের বলীখেলার ১১৬তম আসর আজ