নগরীর লালখান বাজার এলাকায় এক আইনজীবীর বাসায় ডাকাতির দায়ে আট আসামিকে ১৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই মামলায় অপর এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ ফয়েজ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
আদালত সূত্র জানায়, যে আটজনকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তারা হল মো. রাশেদ, মো. শামীম, ফুল মিয়া, স্বপন কুমার ত্রিপুরা, মো. জামাল, মহিউদ্দিন, মাহবুব আলম ও মো. শফি। পৃথক দুটি ধারায় তাদের এ সাজা দেয়া হয়েছে। অন্যদিকে ১০ বছরের কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন প্রিয় রঞ্জন ধর।
আদালতসূত্র আরো জানায়, ১৭ বছর আগে ২০০৬ সালের ২৯ জানুয়ারি নগরীর লালখান বাজারের বাঘঘোনা এলাকায় চট্টগ্রাম আদালতের সিনিয়র আইনজীবী আবদুস সাত্তারের বাসায় ডাকাতির ঘটনাটি ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে সেদিন ডাকাতরা নগদ এক লাখ ৩৫ হাজার টাকা ও ৩৫ ভরি স্বর্ণালঙ্কারসহ মোট ৫ লাখ ৯০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ এই ঘটনায় আইনজীবী আবদুস সাত্তার বাদী হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে চার্জশিট দাখিল হলে আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।












