এক আইনজীবীর এনআইডি জালিয়াতি করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। তার নাম মো. আল আমিন। তিনি সন্দ্বীপের মাইটভাঙ্গা শিবিরের হাট এলাকার মো. ইউনুছের ছেলে। গতকাল রোববার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে বদরুল আনোয়ার নামে ওই আইনজীবী দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন। বাদীর আইনজীবী জিয়া হাবীব আহসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আল আমিন নামের ওই ব্যক্তি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আগ্রাবাদ শাখায় আইনজীবী মোহাম্মদ বদরুল হাসানের এনআইডি ব্যবহার করে ভুয়া ব্যাংক ঋণ হিসাব খোলেন। পরে ব্যাংকের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজসে ৬ লাখ টাকা ঋণ নেন। উক্ত ঋণ পরিশোধ না করে আত্মসাৎ করায় খেলাপি ঋণে পরিণত হয়। বদরুল হাসানের করা মামলার অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সিআইডি চট্টগ্রাম মেট্রোকে নির্দেশ দিয়েছেন বিচারক।