আইনজীবীরা গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন

কর আইনজীবী ফোরামের মতবিনিময়ে খসরু

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে তাঁর মেহেদীবাগস্থ বাসায় সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম বিভাগের সভাপতি মোঃ মুছার নেতৃত্বে ফোরামের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত আইনজীবীরা তাঁর নির্বাচনী এলাকা চট্টগ্রাম১১ আসনের জন্য ভোট ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ মুছা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবী সমাজ সবসময় অগ্রণী ভূমিকা রেখে আসছে। চট্টগ্রাম১১ আসনে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী একজন যোগ্য ও পরীক্ষিত নেতা। তাঁর নেতৃত্বে এ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আইনজীবীরা সব সময় গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং এই সময় তিনি বলেন আমি নির্বাচিত হলে কর আইনজীবীদের দেওয়া দাবি আগ্রাবাদস্থ কর বার ভবন গঠন করার আশ্বাস প্রদান করেন। কর আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এহতেশামুল আলম চৌধুরী পাপ্পুর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ মফিজ উল্লাহ (পিপি), এডভোকেট ওমর ফারুক, এডভোকেট মোঃ সোলায়মান, এডভোকেট মোহাম্মদ সরওয়ার আলম শিমুল, এডভোকেট ইমাম উদ্দিন, এডভোকেট আসাদুজ্জামান, মোঃ আবুল কাশেম মোল্লা, এডভোকেট মোঃ কুতুব উদ্দিন, এডভোকেট মোঃ সিহাব উদ্দিন, এডভোকেট মোঃ জাহেদ হোসেন, এডভোকেট সঞ্জয় আচার্য্য, এডভোকেট রিংকু দত্ত, এডভোকেট মোঃ কবির ফারুক, এডভোকেট আলী মোঃ নিজাম উদ্দিন, এডভোকেট লাভলী আক্তার, এডভোকেট আসাদুজ্জামান সাগর, এডভোকেট ধর্মেন্দ্র কর, এডভোকেট মোঃ ইলিয়য়াছ, এডভোকেট সাইফুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকল পথ ও মতের সমন্বয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে
পরবর্তী নিবন্ধহালিশহরে কলেজছাত্র ওয়াহিদুল হত্যা, এজাহারনামীয় আসামি গ্রেপ্তার