আইনজীবীরা অধিকার বঞ্চিতদের আইনি সহায়তা প্রদান করেন : এমপি নজরুল

| বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১২:০৪ অপরাহ্ণ

চিটাগাং ল’ একাডেমি চট্টগ্রামের (সিএলএ) প্রতিষ্ঠাবার্ষিকী, নবাগত আইনজীবী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান গত ৮ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এস এম সিরাজদৌল্লাহ্‌। প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম চৌধুরী এমপি। তিনি বলেন, আইনজীবীগণ অধিকার বঞ্চিত মানুষদের আইনি সহায়তা প্রদান করে থাকেন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন অ্যাডভাকেট মুহাম্মদ মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ এনামুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.এইচ.এম জিয়া উদ্দিন, অ্যাডভাকেট আবদুর রশীদ, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য্য, ব্যাংকার মো. আকরাম হোসেন, অ্যাডভাকেট আবদুল-আল-মামুন, অ্যাডভোকেট এস এম অহিদুল্লাহ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মঞ্জুরুল আজম চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ শহীদ উল্লাহ।
অ্যাডভোকেট রোজিয়া পারভীন রোজী ও অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদের উপস্থাপনায় বক্তব্য রাখেন ফিরোজ উদ্দিন তারেক, মো. ফোরকান, জামাল উদ্দিন চৌধুরী, আশকর আলী সুজন, আরিফুজ্জামান আরিফ, জাকারিয়া আল গিয়াস উদ্দিন, আলী হোসেন, আজম খান, চন্দন পালিত, বিষ্ণুময় দেব, মো. আলী ইয়াছিন, সেলিনা আক্তার, বিবেকানন্দ চৌধুরী, টিপু শীল জয়দেব, মাহফুজুল ইসলাম, মো. করমুল্লাহ্‌, কামাল উদ্দিন, কুতুব উদ্দিন, নজরুল ইসলাম, মুবিনুল হক, নাজিম উদ্দিন ও লিটন কান্তি দত্ত।
সংবর্ধিত আইনজীবীরা হলেন চন্দন পালিত, মো. আনোয়ার হোসেন, কুতুব উদ্দিন, রফিকুল আলম, মো. খায়রুল আলম, জিন্নাত আরা বেগম, শামীমা ইয়াছমিন, রায়হাতুল জান্নাত, সমীর আচার্য্য, মো. বেলাল হোসেন, সঞ্জন কান্তি রক্ষিত, শাহাজাদী মুক্তা, সানজিদা গফুর, মো. আবু ঈসা, দিলীপ কুমার নাথ, শারমীন ইয়াছমিন নিশু, মিনি আরা খুকী, মো. কামাল উদ্দিন, শাফরীন আলম রেশমী, শামীমা সুলতানা, মো. শাহজাহান, জহির উদ্দিন বাবর, রেশমা চৌধুরী রেখা, দয়াল হরি পাল, জামিল সায়েম, মো. আলী আজগর ভূঁইয়া, মো. হাবীব উল্লাহ, কাঞ্চন চৌধুরী, তপন চন্দ্র ধর, জান্নাতুল ফেরদৌস আকতার, শারমীন আকতার, মো. আজগর হোসেন, জয়দেব চৌধুরী, মো. করমুল্লাহ, কাজী সফর ইসলাম, মো. নজরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশুদ্ধ সঙ্গীত চর্চার পাদপীঠ বাগীশ্বরী সঙ্গীতালয়
পরবর্তী নিবন্ধঅমিক্রন মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে : চমেবি উপাচার্য