চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, সংবিধান ও মানবাধিকার সুরক্ষায় এদেশে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের সুনির্দিষ্ট আসামিদের বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছে তা কার্যকর হয়েছে। এক্ষেত্রে কোনভাবেই আইনী প্রক্রিয়াকে বাধা দেওয়া হয়নি। সংবিধানবদ্ধ আইনের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হচ্ছে এবং আগামী নির্বাচনও সকল দলের অংশদারিত্বমূলকভাবে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে দেশপ্রেমিক আইনজীবীদের একটি বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
গতকাল মঙ্গলবার সিএমএম আদালত ভবনের সম্মেলন কক্ষে চার আইনজীবীদের চট্টগ্রাম জেলা পিপির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির আ জ ম নাছির এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা পিপি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সভাপতিত্বে ও এড. আজাহারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোঃ জহির উদ্দীন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড. আব্দুর রশিদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য এড. কামরুন নাহার, এড. মোঃ হাসেম, এড. মনতোষ বড়ুয়া, এড. অশোক কুমার দাশ, এড. তপন কুমার দাশ, এড. মোঃ ইমরান প্রমুখ।











