চট্টগ্রামের খ্যাতনামা স্থাপত্য ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্ট অ্যান্ড ইন্টেরিয়র আয়োজিত “আইডিয়ালিস্ট স্প্রিং ফেস্ট ২০২৫” শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে এবং চলবে আগামী ৩ মে পর্যন্ত। প্রতিষ্ঠানটির নতুন ক্রিয়েটিভ অফিস—এইচ এন সেন্টার, ৭ম তলা, এম এম, আলী রোড, দামপাড়া, চট্টগ্রামে।
প্রতিষ্ঠানটির সিইও এমাজ আহমেদ, হেড অফ অপারেশন মোহাম্মদ আবদুল কাদের ইমন, আইডিয়ালিস্টের সকল সদস্য সমূহ এবং সম্মানিত ক্লায়েন্ট বৃন্দের উপস্থিতিতে আরো একটি নতুন অফিস স্পেসের উদ্বোধনের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়।
পাঁচদিনব্যাপী এই আয়োজনে দর্শনার্থীদের জন্য রয়েছে ডিজাইন এক্সপেরিয়েন্স জোন, পেশাগত প্রদর্শনী, বাস্তবায়িত প্রজেক্টের উপস্থাপনা এবং নানাবিধ সৃজনশীল কার্যক্রম। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ১০০+ টিরও বেশি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে, যার মধ্যে রয়েছে আবাসিক, বাণিজ্যিক ও ইন্ডাস্ট্রিয়াল স্থাপনা এবং ইন্টেরিয়র ডিজাইন।
এই উৎসবের মাধ্যমে আইডিয়ালিস্ট তাদের দর্শন, উদ্ভাবন এবং সেবাকে আরও কাছ থেকে সাধারণ মানুষ ও পেশাজীবীদের সামনে তুলে ধরতে চায়। “আইডিয়ালিস্ট স্প্রিং ফেস্ট ২০২৫” একাধারে একটি সৃজনশীল উৎসব এবং ভবিষ্যতের পথে নতুন যাত্রার দ্বারপ্রান্ত।