আইডিএফের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

| শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে ২৪ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্লাডগ্রুপ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন চান্দগাঁও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: এসরারুল হক এসরাল। বিশেষ অতিথি ছিলেন ডা. মুক্তা খানম, আবু নাসের সিদ্দিক কিরন, যুবলীগ নেতা ওয়াহিদুল আলম ওয়াহিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদুল ইসলাম, ডা. ফয়জুননেছা হক, ডা. মো. শফিকুজজামান চৌধুরী, তমাল ভারতী, রনি নাথ, উত্তম কুমার সরকার, রুকসার ফাতেমা, জান্নাতুল নাঈম, শামিমা আক্তার ও সুমন চন্দ্র সরকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতৃণমূল এনডিএমের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধছাত্র সমাজকে আদর্শিক সুনাগরিক গঠনে সকলকে এগিয়ে আসতে হবে