আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার গণপ্রকৌশল দিবস উদযাপন

দেশকে এগিয়ে নিতে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

| শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ‘দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি’ প্রতিপাদ্য নিয়ে গণপ্রকৌশল দিবস ও গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান চট্টগ্রাম অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা। তিনি তার বক্তব্যে বলেন, দেশের অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও উৎপাদনে ডিপ্লোমা প্রকৌশলীগণ মাঠ পর্যায়ে সরাসরি সম্পৃক্ত থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশকে এগিয়ে নিতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে শহর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত অঞ্চলে সাধারণ জনগণের কল্যাণে প্রকৌশল কর্মকাণ্ডে নিয়োজিত থাকে বিধায় রাষ্ট্র ডিপ্লোমা প্রকৌশলীগণকে গণপ্রকৌশলী হিসেবে আখ্যায়িত করেন। তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের পূর্বের ধারাবাহিকতায় কর্মকাণ্ড সমুন্নত রেখে দেশের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ করিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী কাজী মো. শাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক (সিলেট) প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ টিটু, যুগ্ম আহ্বায়ক (চট্টগ্রাম) প্রকৌশলী জয়নুল আবেদীন, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. রহিম উল্লাহ, সদস্য সচিব প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলীগণ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে