আইজিপি হিসেবে প্রথম চট্টগ্রামে এলেন বেনজীর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৫:১৫ পূর্বাহ্ণ

পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বেনজীর আহমেদ প্রথম বারের মতো গতকাল চট্টগ্রাম এসেছেন। গত ৮ এপ্রিল পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি।
আইজিপির অনুষ্ঠানসূচি অনুযায়ী জানা যায়, গতকাল সকাল সাড়ে ১১টায় তিনি চট্টগ্রাম হয়ে বান্দরবান গেছেন। সেখানে পুলিশের অফিসার্স মেস উদ্বোধনের পর রাত্রি যাপন করেছেন। আজ ১২ নভেম্বর সকাল ৯টায় তিনি বান্দরবান থেকে বাঁশখালী আসবেন এবং বাঁশখালী কালিপুর উচ্চ বিদ্যালয় মাঠে র‌্যাব-৭ আয়োজিত ৪০ জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর বেলা ১টা ৩৫ মিনিটে তিনি কোরিয়ান ইপিজেডে উপস্থিত থাকবেন। সেখান থেকে চট্টগ্রাম নগরীতে রাত্রিযাপন করবেন। আগামীকাল ১৩ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে নয়টায় আইজিপি হালিশহর পুলিশ ফাঁড়ি ও মনসুরাবাদ অস্ত্রাগার উদ্বোধন করবেন। সকাল ১০টায় জেলা পুলিশ লাইনে সিএমপি ও জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করবেন বেনজির আহমেদ। এরপর জুমার নামাজ আদায় শেষে সিএমপি কমিশনার কার্যালয়ে সিএমপি ও চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে ঢাকায় ফিরে যাবেন।

পূর্ববর্তী নিবন্ধসরকারি স্কুলে ভর্তি যা ভাবছে মাউশি
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রানা দাশগুপ্তের পদত্যাগ দাবি