বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি চূড়ান্ত প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দল রানার্স আপ হয়েছে। ফাইনালে তারা মৌলভী বাজার জেলা দলের কাছে হেরে যায়।
প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন চট্টগ্রাম জেলা দলের কাবাডি খেলোয়াড় উযওয়াং মারমা এবং সেরা রেফারী নির্বাচিত হন সিজেকেএস কাবাডি কমিটির যুগ্ম-সম্পাদক মো। শাহ জালাল উদ্দিন।