আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেইলআউটের অর্থ পেতে বিদ্যুতের দাম ৬৬ শতাংশ বাড়িয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার দেশটির বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা বিজেসেকারা দামবৃদ্ধির ঘোষণা দেন। এই পদক্ষেপ আইএমএফের সহায়তা পেতে বড় ধরনের ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা কলম্বোর। গত বছরও শ্রীলঙ্কা বিদ্যুতের দাম ৭৫ শতাংশ বাড়িয়েছিল, নতুন পদক্ষেপ মূল্যস্ফীতিতে হিমশিম খাওয়া দেশটির কষ্ট আরও বাড়াবে।
জানুয়ারিতে দেশটিতে আগের বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি ৫৪ শতাংশের বেশি দেখা গেছে, আয়কর বেড়ে কারও কারও ক্ষেত্রে ৩৬ শতাংশেও পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।
আমরা জানি এই পদক্ষেপে জনসাধারণের কষ্ট বাড়বে, বিশেষ করে গরিবদের। কিন্তু শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটে আটকা, খরচের বিষয়টি প্রতিফলিত হয় এমন মূল্যের দিকে যাওয়া ছাড়া আমাদের হাতে অন্য কোনো বিকল্প নেই। আমাদের আশা, এই পদক্ষেপের মাধ্যমে শ্রীলঙ্কা আইএমএফের (বেইলআউট) কর্মসূচি পাওয়ার পথে অগ্রহর সাংবাদিকদের এমনটাই বলেছেন বিজেসেকারা।