আইএমএফের তৃতীয় কিস্তি ছাড়, রিজার্ভ বেড়ে সাড়ে ২৬ বিলিয়ন ডলার

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:০০ পূর্বাহ্ণ

পৌনে পাঁচ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার ছাড় হওয়া এ ঋণের সঙ্গে দক্ষিণ কোরিয়া, আইবিআরডি (ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট) ও আইডিবি (ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক) থেকে মোট ৯০ কোটি ডলারও ছাড় হয়েছে। সব মিলিয়ে এদিন ২ দশমিক ০৫ বিলিয়ন ডলার যোগ হয়েছে রিজার্ভে। এতে বাংলাদেশের রিজার্ভ গ্রস হিসাবে সাড়ে ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে।ম কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, এদিন সন্ধ্যার কিছু পরে তৃতীয় কিস্তির অর্থ বাংলাদেশ ব্যাংকের হিসাবে যোগ হয়েছে। প্রাথমিক হিসাবে বাংলাদেশের রিজার্ভ ২৬ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধউদয়ন ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় আরো একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইসলামিয়া কলেজের ১৪৮ শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষায় সুযোগ দেওয়ার নির্দেশ